logo ২৪ এপ্রিল ২০২৫
ক্যা‌পিটাল মা‌র্কেট জার্না‌লিস্টস ফোরা‌মের কমিটি পুনর্গঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৫ ২২:৫০:৪৫
image

ঢাকা: পুঁ‌জিবাজার সংবা‌দিক‌দের সংগঠন ক্যা‌পিটাল মা‌র্কেট জার্না‌লিস্টস ফোরা‌মের ‌(সিএম‌জেএফ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও অ‌র্থ সম্পাদক পদে পুন‌র্নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ‌তৌ‌হিদুল ইসলাম মিন্টু, সা‌রোয়ার এ চৌধুরী ও মনির হো‌সেন।


শুক্রবার দুপুরে রাজধানীর একটি হো‌টে‌লে অ‌য়ো‌জিত সংগঠনটির দ্বিবা‌র্ষিক সাধারণ সভায় (এ‌জিএম) সদস্য‌দের সর্বসম্ম‌তিক্র‌মে এ সিদ্ধান্ত নেয়া হয়।


তৌ‌হিদুল ইসলাম মিন্টু দ্য রি‌পোর্ট টুয়ে‌ন্টি‌ফোর ডটকম নিউজ পোর্টা‌লের সম্পাদক এবং সা‌রোয়ার এ চৌধুরী ‌ডেইলি স্টা‌র ও মনির হো‌সেন দৈ‌নিক যুগান্তর প‌ত্রিকায় সি‌নিয়র রি‌পোর্টার হি‌সে‌বে দা‌য়িত্বরত রয়েছেন।


এ ছাড়া সহ-সভাপ‌তি ‌হি‌সে‌বে নাসির উ‌দ্দিন চৌধুরী (দৈ‌নিক নয়া‌দিগন্তের সি‌নিয়র রি‌পোর্টার) ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় মহাজন (দৈ‌নিক প্রথম আ‌লোর ডেপু‌টি বিজ‌নেস এডিটর) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।


নির্বাহী সদস্য ‌হি‌সে‌বে জিয়াউর রহমান (অর্থসূচক ডটকম বিজ‌নেস নিউজ পোর্টা‌লের সম্পাদক), এসএমএ কালাম (নতুন বার্তা ডটকম অনলাইন নিউজ পোর্টা‌লের চিফ রি‌পোর্টার), আবু আলী (দৈ‌নিক আমা‌দের সম‌য়ের সি‌নিয়র রি‌পোর্টার), ইব্রাহীম হোসেন অভি (ঢাকা ট্রি‌বিউ‌নের স্টাফ রি‌পোর্টার), এসএম নূরুজ্জামান তানিম (দ্য রি‌পোর্ট টু‌য়ে‌ন্টি‌ফোর ডটকমের সি‌নিয়র রি‌পোর্টার) ও আলমগীর হো‌সেন (যমুনা টেলিভিনের‌ বিজ‌নেস রি‌পোর্টার) নির্বা‌চিত হ‌ন।


এ‌জি‌এম-এ গত এক বছ‌রের সংগঠ‌নের সা‌র্বিক কার্যক্রম, আয়-ব্যয়, নিরী‌ক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন উপস্থাপন করা হয়।


(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/জেবি)