logo ২৪ এপ্রিল ২০২৫
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নতুন সভাপতি-সেক্রেটারি নির্বাচিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৫ ২১:৫৩:৪৬
image


চুয়াডাঙ্গা: উৎসব-মুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ইত্তেফাক প্রতিনিধি আজাদ মালিথা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক করতোয়া প্রতিনিধি এ্যাড. শরীফ উদ্দীন হাসু পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ফাইজার চৌধুরী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিটিভির রাজন রাশেদ পেয়েছেন ২৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল আশরাফ, অর্থ সম্পাদক পদে জামান আখতার, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে আহাদ আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদে খাইরুজ্জামান সেতু ও ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন, রফিক রহমান, শাহ আলম সনি, রাজীব হাসান কচি, কামাল উদ্দীন জোঃ ও আতিয়ার রহমান।

১৩ সদস্য বিশিষ্ট এ নির্বাহী কমিটি ২০১৬-২০১৭ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এ্যাড. সোহরাব হোসেন। কমিশনারের দায়িত্ব পালন করেন, এ্যাড. হেদায়েত হোসেন আসলাম ও আবুল বাশার।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)