logo ২৪ এপ্রিল ২০২৫
প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র অসুস্থ
পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৫ ১৪:৫৭:২৪
image

পাবনা: প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র গুরুতর অসুস্থ। শনিবার সকালে তাকে পাবনা থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।


রণেশ মৈত্রের স্ত্রী পুরবী মৈত্র জানিয়েছেন, কয়েকদিন আগে পাবনা প্রেসক্লাবে এক অনুষ্ঠান চলাকালে অসুস্থ বোধ করেন রণেশ মৈত্র। চিকিৎসকের কাছে নেয়া হলে তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। শুক্রবার রাতে আবারও অসুস্থ হলে তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হবে।


রণেশ মৈত্রের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি।


রণেশ মৈত্র ১৯২৭ সালের ৪ অক্টোবর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পঞ্চাশের দশকে সাংবাদিকতা শুরু করা রণেশ মৈত্র কর্মজীবনে পাকিস্তান অবজারভার, দৈনিক আজাদ, সংবাদ, ডেইলি স্টারে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন রণেশ মৈত্র।


তিনি ১৯৪৮ সালে ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন রণেশ মৈত্র। পরে এটি বাংলাদেশ সাংবাদিক সমিতি হিসেবে পরিচিতি পায়।


(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেবি)