৫২ বছরে বিটিভি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ডিসেম্বর, ২০১৫ ১১:৪৪:০০
ঢাকা: ৫১ বছর পেরিয়ে আজ শুক্রবার ৫২ বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের ছোট্ট স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন। আজ দেশের গণ্ডি পেরিয়ে বিটিভি পৌঁছে গেছে বিশ্বব্যাপী।
বাংলাদেশ টেলিভিশন দুইটি পূর্ণাঙ্গ কেন্দ্র ও ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ জনপদে পৌঁছে দিচ্ছে অনুষ্ঠানমালা। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
২০১৪ সালে ২৫ ডিসেম্বরে সাড়স্বরে পালিত হয় বিটিভি’র ৫০ বছর পূর্তি উৎসব। এর বিশেষত্ব হলো এটি ছিল বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন সম্প্রচারের অর্ধশত বছর পূর্তি। শুধু তাই নয়, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভি’র মাধ্যমে।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)