সাংবাদিকদের জন্য ইসির পাঁচ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ডিসেম্বর, ২০১৫ ১০:১৩:৫৫
ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। পাঁচ ধরনের নির্দেশ দিয়ে গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকেরা নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। কোনো ধরনের নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কর্মকাণ্ড চালাতে পারবেন না এবং সংবিধান ও নির্বাচনী বিধিবিধান মেনে চলতে হবে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/জেবি)