মুন্সীগঞ্জ থেকে সাংবাদিক সজীবের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৮:০৬
মুন্সীগঞ্জ: নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঢাকা মেডিকেল কলেজের প্রতিনিধি আওরঙ্গজেব সজীবের মরদেহ।
আজ বুধবার বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ড. ইয়াজউদ্দিন আহম্মেদ কলেজের পাশে মরদেহটি ভেসে উঠে।
নিখোঁজ সজীবের ভাই রাজন জানান, নিখোঁজের সময় তার ভাই চেক শার্ট পরিহিত ছিলেন, আর এটাই তার ভাইয়ের মরদেহ। এছাড়া ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন রাজন।
গত রবিবার ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন আওরঙ্গজেব সজীব। সজীব বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সাবেক সভাপতি। তিনি পুরান ঢাকার চকবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের খাসকান্দি গ্রামে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)