রংপুরে সাংবাদিক খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ১০:৩১:২৭
রংপুর: রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক উৎস রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর অদূরে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা জানান, সাংবাদিক উৎস গতকাল রাত ৯টা পর্যন্ত অফিস করেন। এরপর তিনি চলে যান। সকালে জানতে পারি তার লাশ পুলিশ উদ্ধার করেছে।
তিনি বলেন, উৎস রহমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বিবর্ণ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রংপুর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফওয়াজুল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সাংবাদিক খুনের ঘটনায় ক্ষুব্ধ রংপুরের সাংবাদিক সমাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/আরআই/জেবি)