logo ২৪ এপ্রিল ২০২৫
চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ১৯:২৭:৪৬
image


চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ নয়া কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন বি এম হান্নান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী (বিজয় টেলিভিশন)। সভায় কার্যনিবার্হী কমিটির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শহীদ পাটোয়ারি।

সভায় ঘোষিত ২০১৬ সালের কার্যনিবার্হী কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি শরীফ চৌধুরী (আরটিভি), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), এ কে এম শফিক উল্যা সরকার (চাঁদপুর প্রবাহ),রহিম বাদশা ( বাংলা ভিশন ) যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সুত্রধর (ভোরের কাগজ), মির্জা জাকির (যুগান্তর), মুনির চৌধুরি (দিনকাল), জি এম শাহীন (এসএ টিভি), সাংগঠনিক সম্পাদক আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর), মোরশেদ আলম (মানবজমিন), অধ্যাপক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল ) ,কোষাধ্যক্ষ এম এ লতিফ (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক চৌধুরি ইয়াসিন ইকরাম (চাঁদপুর কন্ঠ), প্রচার সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক রেজাউল করিম (ইল্শেপাড়), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমন (ইল্শেপাড়), সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), লাইব্রেরি হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), অ্যাপায়ন ও বিনোদন সম্পাদক নজরুল ইসলাম স্বপন (চাঁদপুর কন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহীম রনি (চাঁদপুর প্রতিদিন), আর্ন্তজাতিক সম্পাদক রিয়াদ ফেরদৌস (জিটিভি), কার্যনিবার্হী নির্বাহী সদস্য ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, ওচমান গনি পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, আবদুর রহমান ও মো. শাহজান মিয়া।

চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক নিয়মানুযায়ী উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভায় নয়া পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মননশীলতার ধারাবাহিকতা রক্ষায় চাঁদপুর প্রেসক্লাব ঐতিহ্য লালন করে আসছে।

তারই ধারবাহিকতায় অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটি নয়া এ কমিটিকে বরণ করে নেয়। আগামি ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের নতুন কার্যকরি কমিটি দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, চাঁদপুরের পাঠকনন্দিত দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বি এম হান্নান চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এবং বিজয় টিভির স্টাফ রির্পোটার  সোহেল রুশদী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার স্থানীয় পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিকে কর্মরত জেলা প্রতিনিধি, টেলিভিশন সাংবাদিক প্রতিনিধি, রাজনৈতিক, প্রশাসনিক, পেশাজীবী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ পৃথক পৃথক অভিনন্দন জানান। নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় ঘোষিত নয়া কার্যনির্বাহী কমিটির সাফল্য কামনা করেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)