রংপুরে সাংবাদিক হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৫ ১৩:৪১:৪৭

রংপুর : সাংবাদিক মশিউর রহমান উৎসের খুনিদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী সোমবার ডিসি-এসপি অফিস ঘেরাও করবেন রংপুরের সাংবাদিকরা।
নৃশংস এই হত্যার প্রতিবাদে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে উৎসের মা নুরজাহার বেগম, স্ত্রী তাহমিনা রহমান, ১৫ মাসের বাচ্চা উরমিসহ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন সাংবাদিক ফোরাম, ভিডিও জার্নালিস্ট ফোরামের সদস্যরা ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক অংশ নেন। ঘটনার তিনদিন পরেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে সোমবার ডিসি-ওএসপি অফিস ঘেরাও করবেন সাংবাদিকরা। মানববন্ধনে উৎসের বিধবা স্ত্রী ও তার সন্তানের ভরণপোষণের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, সাবেক সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাসুদ উর রহমান মিলু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান প্রমুখ।
বুধবার রাতে সন্ত্রাসীরা সাংবাদিক উৎসকে অফিস থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সাথে রশি দিয়ে হাত-পা বেঁধে মাথায় কুপিয়ে হত্য করে।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/আরআই/এলএ)