logo ২৪ এপ্রিল ২০২৫
সাংবাদিক আব্দুল খালেক আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৯:৪০
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক জনকণ্ঠের সাবেক নগর সম্পাদক ও চীফ রিপোর্টার আবদুল খালেক আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।


তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মিরপুরে সাংবাদিক কলোনির বাসায় শনিবার সকালে আব্দুল খালেক হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আজ বাদ মাগরিব মিরপুরে সাংবাদিক কলোনিতে আব্দুল খালেকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নারায়ণগঞ্জে তাকে দাফন করা হবে।


মরহুম আবদুল খালেক ১৯৪৭ সালে ৭ এপ্রিল কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাশ করে ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে দৈনিক আজাদ-এ যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক বাংলা ও দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


আব্দুল খালেকের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।


(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেডএ/এমএম)