logo ১৫ মে ২০২৫
জাতীয় প্রেসক্লাবে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৫ ১৭:২৮:৩৩
image

ঢাকা: নিরাপত্তার স্বার্থে জাতীয় প্রেসক্লাবের চারিদিকে শিগরিরই ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। এর মাধ্যমে প্রেসক্লাবে আগত সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।


আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া বিগত কমিটির আমলে আর্থিক দুর্নীতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, লাইব্রেরির আধুনিকায়ন ও বহুতল ভবন বিশিষ্ট মিডিয়া সেন্টার নির্মাণেরও সিদ্ধান্ত হয়।


প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি তাদের রিপোর্ট পেশ করলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

অতিরিক্ত সাধারণ সভাকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সদস্যদের পদচারণায় জাতীয় প্রেসক্লাব চত্বর মুখরিত হয়ে উঠে।


 মূল ভবনের বাইরে নিচতলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় সিনিয়র সদস্যদের পাশাপাশি জুনিয়র সদস্যদেরও বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়।


(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এইচআর/জেবি)