রাজশাহী: দৈনিক সমকাল ও টিভি চ্যানেল এটিএন নিউজের রাজশাহী ব্যুরো সৌরভ হাবিব, ক্যামেরা পার্সন খোকন ও মাইক্রোবাসের চালককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিজিবি ক্যাম্পে গাড়ি নিয়ে অনাধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কেন্দ্রে ভোররাতে ঘোরাফেরা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিজিবির অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের আদালতে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)