logo ২৪ এপ্রিল ২০২৫
জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি ছগির, সম্পাদক নাসির
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ জানুয়ারি, ২০১৬ ১৯:১২:২১
image

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর প্রেসক্লাবের ২০১৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কার্যনির্বাহী কমিটিতে এম. আহসানুল ছগির (সমকাল) সভাপতি ও মো. নাসির উদ্দিন সাধারণ সম্পাদক (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন। 


সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম (দিনকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (বাংলাদেশ সময়), কোষাধক্ষ মো. জাকির হোসেন (সংগ্রাম), গাজী আবুল কালাম (পিরোজপুরের কথা) দপ্তর সম্পাদক, সদস্য পদে আলমগীর কবির মান্নু (ভোরের কাগজ), আমাদের সময়’র জে আই লাভলু ও ভোরের ডাক’র দিবাকর দত্ত পুলিন সদস্য নির্বাচিত হন।


(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/জেবি)