logo ২৪ এপ্রিল ২০২৫
রংপুরে সাংবাদিকদের এসপি অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৬ ১৪:০২:৪৯
image

রংপুর: খবর প্রকাশের জেরে রংপুর থেকে প্রকাশিত দৈনিক রংপুর চিত্রের অফিস ভাঙচুর ও সাংবাদিক এস এম পিয়ালকে মারধোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ।


রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয় ঘেরও করে অপরাধীদের গ্রেফতারের ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন সাংবাদিকরা।


পরে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের স্মারকলিপি গ্রহণ করে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।


গত বৃহস্পতিবার দৈনিক রংপুর চিত্রে ‘ রংপুরে ভুয়া ড্রিংকিং ওয়াটার’ শিরোনামে এসএম পিয়ালের বাইলাইনে একটি  প্রতিবেদন ছাপা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের পাঠানো ১০/১২ জন সন্ত্রাসী দুপুরে পত্রিকা অফিসে এসে চেয়ার টেবিলসহ বিভিন্ন উপকরণ ভাঙচুর করে সাংবাদিক পিয়ালকে তুলে নিয়ে যায়।  পরে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা নগরীর কামালকাছনা এলাকা থেকে পিয়ালকে উদ্ধার করে।


(ঢাকাটাইমস/৩জানুয়ারি/আরআই/এলএ)