logo ২৪ এপ্রিল ২০২৫
চাঁদপুর প্রেসক্লাবে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জানুয়ারি, ২০১৬ ২০:৪২:৪৫
image

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব  অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ফ্যামিলি নাইট এবং প্রেসক্লাবের-২০১৬ সালের কমিটির সভাপতি-সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।


চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির  উদ্দিন আহমেদ।


বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাবের নবাগত সভাপতি বি এম হান্নান, নবাগত সাধারণ সম্পাদক সোহেল রুশদী।


অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির  উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। যার কারণে চাঁদপুর প্রেসক্লাবে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আজ এতে সফলতা এসেছে। প্রেসক্লাবের নেতৃত্ব পরিবর্তনও চমৎকার। এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি বিএম হান্নান ও নবাগত সাধারণ সম্পাদক সোহেল রুশদীর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি শহীদ পাটওয়ারী ও বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশা।


অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব -২০১৫ স্মরণিকা মোড়ক উম্মোচন করেন চাঁদপুর পৌরসভার মেয়র।


(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিনিধি/জেবি)