logo ২৪ এপ্রিল ২০২৫
শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ, আরিফ সম্পাদক
সিরাজদিখান প্রতিনিধি, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১৫:৪১:১৩
image

সিরাজদিখান (মুন্সীগঞ্জ): শ্রীনগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওলাদ হোসেন সভাপতি ও আরিফ হোসেন সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন।


গত শনিবার রাত ৮ টার দিকে সম্মেলনের দ্বিতীয় পর্বে ইতালী প্রবাসী সাংবাদিক এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ২০১৬-২০১৮ মেয়াদে দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো . আওলাদ হোসেন সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো. আরিফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


গত ২০১৪-২০১৬ মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করেন।


কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি- শফিকুর রহমান (ইনকিলাব), সহ সাধারণ সম্পাদক- অধীর রাজবংশী (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক- মুজিব রহমান (আমাদের বিক্রমপুর), কোষাধ্যক্ষ- উজ্জ্বল দত্ত (দিনের শেষে), আইন বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান শাহবাৎ ( নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক-এম,আর রয়েল ( একুশের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহন মোড়ল   (বিক্রমপুর চিত্র),  কার্যকরী সদস্য- নজরুল ইসলাম (দৈনিক সংবাদ), এসকে.এমডি. জাকির হোসেন সুমন (বাংলা ভিশন, কালের কন্ঠ,কাগজের খবর) ও মো: শফিকুল ইসলাম (সমকাল), মো . শাহ আলম ( সময়২৪ ডট নেট) মীর রাতুল ( অন্য দিগন্ত) ।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)