বিনম্র শ্রদ্ধায় নির্মল সেনকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৬ ১৬:২৯:০৪
ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কমরেড নির্মল সেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৩ সালের এই দিনে তাঁর মৃত্যু হয়। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে ভক্ত-অনুরাগীরা।
'কমরেড নির্মল সেন স্মরণ জাতীয় কমিটি'র উদ্যোগে আজ বেলা আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক অজয় রায়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্মল সেন স্মৃতি সংসদ অনুরূপ স্মরণসভা করছে।
নির্মল সেনের জন্ম ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দীঘিরপাড় গ্রামে। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্য দিয়ে নির্মল সেনের সাংবাদিকতার শুরু। এরপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
তার লেখা গ্রন্থের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, মা জন্মভূমি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমার জীবনে ৭১-এর যুদ্ধ ও আমার জবানবন্দি উল্লেখযোগ্য।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/জেবি)