ফের বিয়ের পিঁড়িতে মিডিয়া মুঘল
ঢাকাটাইমস ডেস্ক
১২ জানুয়ারি, ২০১৬ ১৭:১৪:১০
ঢাকা: মিডিয়া মুঘল নামে পরিচিত রুপার্ট মারডক চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন। নিজের পত্রিকা টাইমসের জন্ম-বিয়ে-মৃত্যু সংক্রান্ত খবর থাকে যে অংশে, সেখানে তিনি বিয়ের খবর দিয়েছেন। খবর বিবিসির।
৮৪ বছর বয়সী মারডক জানিয়েছেন, মডেল অভিনেত্রী জেরি হলের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন। তার হবু স্ত্রী ৫৯ বছর বয়সী হলের অবশ্য এটাই প্রথম বিয়ে। তিনি ২৩ বছর ধরে সঙ্গীতশিল্পী স্যার মিক জ্যাগারের বান্ধবী ছিলেন। মিক ও হলের চারটি সন্তান রয়েছে।
নিউজ করপোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডক ২০১৩ সালে তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেং-এর সঙ্গে ১৪ বছরের সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেবি)