নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৬ ২২:১৫:০৯

ঢাকা: নাচে গানে আর আড্ডায় পালিত হয়েছে ঢাকায় কর্মরত নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ফ্যামিলি ডে।
বৃহস্পতিবার মেরুল বাড্ডার সাতারুল প্রজাপতি গার্ডেনে দিনভর এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নোয়াখালীর সাংবাদিকরা একদিনের জন্য হলেও সবাই যেন হারিয়ে যান এক অনাবিল আনন্দে।
দ্বিতীয়বারের মতো ব্যতিক্রমী ফ্যামেলি ডে-তে নোয়াখালীর ভাষায় মেতে ওঠেন নবীন-প্রবীণ সাংবাদিকরা। এ থেকে বাদ যায়নি তাদের পরিবারের সদস্যরাও। নাচ, গান, হৈহুল্লোড় আর বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ফ্যামেলি ডে-তে সাংবাদিকরা যেন হারিয়ে যান নিজ জন্মস্থান নোয়াখালীতে। এসময় বিভিন্ন সংঙ্গিতের পাশাপাশি নোয়াখালীর আঞ্চলিক গানও গেয়েছেন অনেকেই।
ফ্যামেলি ডে-তে সাংবাদিক পরিবারের শিশুদের দৌড় প্রতিযোগিতা, স্ত্রীদের মিউজিক চেয়ার খেলাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, এনজেএফের সাধারণ সম্পাদক শামছুদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম মিজানুর রহমান, আহমেদ তোফায়েল, আলহাজ্ব ফিরোজ আলম মিলন, এবিএম জিয়াউল কবির সুমন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/টিএ/জেডএ)