logo ২৪ এপ্রিল ২০২৫
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ গুরুতর অসুস্থ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৬ ১৮:০২:২৪
image

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের (একাংশের) মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সাধারণ সম্পাদক কুদ্দুছ আফ্রাদসহ সাংবাদিক নেতারা হাসপাতালে তাকে দেখতে যান।

তারা হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজখবর নেন ও আশু আরোগ্য কামনা করেন।


আলতাফ মাহমুদের পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)