তৃতীয় বর্ষপূর্তিতে এশিয়ান টিভির জমকালো অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জানুয়ারি, ২০১৬ ২০:৫০:৫৭

ঢাকা: বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি এবং রেডিও চ্যানেল এশিয়ান রেডিওর (৯০.৮ এফএমএ) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে জমকালো অনুষ্ঠানের।
এশিয়ানের পক্ষ থেকে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের এল ডি হল সংলগ্ন মাঠে। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকবে জমকালো সব আয়োজন। এখানে থাকবেন রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।
সংবাদ সম্মেলনে এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এডিশনাল হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন হেড অব প্রোগ্রাম আমিনুল ইসলাম, হেড অব নিউজ আনিস আলমগীর ও হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
পথচলার তিন বছরে নাটক, অনুষ্ঠান, কার্টুন, ইভেন্ট, সংবাদ প্রচার করে আলোচিত হয়েছে এশিয়ান টিভি।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি)