আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:০৯:৩৩

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সভাপতি আলতাফ মাহমুদের দুটি জানাজা সম্পন্ন হয়েছে। তার প্রথম জানাজা আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবং দ্বিতীয় জানাজা বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
আলতাফ মাহমুদের জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবিব নানাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারসহ বিশিষ্ট সাংবাদিকেরা।
এর আগে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এখন তাঁর মরদেহ পটুয়াখালীর গলাচিপায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেবি)