logo ১৪ মে ২০২৫
‘সরকার সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করছে’
টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ জানুয়ারি, ২০১৬ ১৯:২১:০৬
image




টাঙ্গাইল: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকতার মান বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ মহৎ পেশাকে কেউ যেন কলুষিত করতে না পারে সে ব্যাপারে সাংবাদিকদের সজাগ থাকারও পরামর্শ দেন এই সাংবাদিক নেতা।



শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এ সময় ইকবাল সোবহান আরও বলেন, একটি অশুভ শক্তি, রাজনীতির নামে দেশে অনেক সন্ত্রাস ও হানাহানি করেছে। সাংবাদিকসহ সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।



টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ক্লাবের নব-নির্বাচিত সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, জেলা প্রশাসক মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।



অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।



(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/ইএস/জেবি)