ঢাকাটাইমস সম্পাদকের জন্য ডিআরইউর দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৯:০৭
ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের জন্য দোয়া চেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
আজ বুধবার দুপুরে ডিআরইউ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য সম্পাদক আরিফুর রহমানের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, আরিফুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য।
গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাঁকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁর সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগবে।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/জেবি)