logo ২৩ এপ্রিল ২০২৫
‘কোনো লোভ স্পর্শ করতে পারেনি আলতাফ মাহমুদকে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ২০:৪২:৫৮
image



ঢাকা: সদ্য প্রয়াত সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের স্মৃতি স্মরণ করতে গিয়ে তাঁর সহকর্মীরা বলেছেন, অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন আলতাফ মাহমুদ। নিরেট ভদ্র ও নিরহংকারী এই মানুষটিকে আমৃত্যু কোনো লোভ স্পর্শ করতে পারেনি।






ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংগঠনের কার্যালয়ে সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।






সভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতারা। এরপর আলতাফ মাহমুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।






শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষে একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দপ্তর সম্পাদক আবু কাউছার খোকন, কার্যনির্বাহী সদস্য দিলরুবা খান, আনজুমান আরা শিল্পী, নাসির উদ্দিন বুলবুল ও লাবিন রহমান প্রমুখ।






(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/জেবি)