logo ১৪ মে ২০২৫
আমাদের অর্থনীতির উপ-সম্পাদক জব্বার হোসেনের জন্মদিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জানুয়ারি, ২০১৬ ০০:২২:৪৩
image




ঢাকা : ৩০ জানুয়ারি দৈনিক আমাদের অর্থনীতির উপসম্পাদক, লেখক-সাংবাদিক জব্বার হোসেনের জন্মদিন। জন্ম ও বেড়ে ওঠা ঢাকার ইস্কাটনে। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে মাধ্যমিক ও নটর ডেম কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক করেন। বাবা ফজলুল হোসেন ছিলেন গণপূর্ত বিভাগের একজন সিভিল ইঞ্জিনিয়ার। মা গৃহিণী।







মুক্তিযোদ্ধা, কলমযোদ্ধা শাহাদত চৌধুরীর হাত ধরে তার সাংবাদিকতার শুরু। সাপ্তাহিক ২০০০-এ সহকারী সম্পাদক এবং সাপ্তাহিক-এ সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)-এর জয়েন্ট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। বিজ্ঞান, ইংরেজি সাহিত্য ও নাটকে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এমফিল ডিগ্রি অর্জন করেছেন রচনা কৌশলের ওপর। মানবাধিকার ও নারীবাদ বিষয়ে একাধিক আন্তর্জাতিক সেমিনারে, বক্তৃতায় অংশ নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। প্রান্তিক যৌনতার মানুষদের নিয়েও তার গবেষণাপত্র রয়েছে। মানবাধিকার, নারীবাদ ও রাজনৈতিক সাক্ষাৎকার বিষয়ে রয়েছে তার একাধিক বই। ‘অরাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক সাক্ষাৎকার’, ‘একজন আদর্শ মানুষ মুহাম্মদ জাফর ইকবাল’ তার আলোচিত সাক্ষাৎকার গ্রন্থ। তার নারীবাদবিষয়ক ট্রিলজি গ্রন্থের মধ্যে ‘নারীর শক্র?’, ‘নারীর শৃঙ্খল’ এবং ‘নারী বিরোধী মিডিয়া’ উল্লেখযোগ্য- যার ভূমিকা লিখেছেন সুলতানা কামাল।






যুক্তরাষ্ট্রভিত্তিক নারীবাদী সংস্থা দ্য ফেমিনিস্ট ডটকম-এরও সম্মানিত সদস্য তিনি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাংবাদিকতার জন্য পুরস্কার। সর্বশেষ অনুষ্ঠিত ইউনেসকো জার্নালিজম অ্যাওয়ার্ড এবং কানাডিয়ান জার্নালিজম অ্যাওয়াডের্র জুরি বোর্ডের সম্মানিত সদস্যও ছিলেন জব্বার হোসেন। উল্লেখ্য, বিসিডিজেসি প্রকাশিত মিডিয়া জার্নাল ‘মিডিয়াওয়াচ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের একটি অধিকার প্রকল্পের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। যুক্ত রয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের সহসমন্বয় ও গবেষণার সঙ্গে।






(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)