ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে দেখতে গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু।
শুক্রবার সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে পৌঁছে আরিফুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় তিনি বেশ কিছুক্ষণ আরিফুর রহমানের পাশে অবস্থান করেন।
গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাঁকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁর সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগবে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেডএ)