ঢাকাটাইমস সম্পাদকের পাশে এমপি আব্দুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জানুয়ারি, ২০১৬ ২০:৫৮:৪২

ঢাকা: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে দেখতে হাসপাতালে গেলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে আরিফুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি ঢাকাটাইমস সম্পাদকের আশু সুস্থতা কামনা করেন। বেশ কিছুক্ষণ তিনি আরিফুর রহমানের পাশে অবস্থান করেন।
এরআগে বেলা দেড়টার দিকে সাবেক যোগাযোগ ও আইসিটিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আরিফুর রহমানকে দেখতে হাসপাতালে যান। সৈয়দ আবুল হোসেন চলে যাওয়ার পর আরিফুর রহমানকে দেখতে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান পিপিএম।
গতকাল শুক্রবার ঢাকাটাইমস সম্পাদককে দেখতে স্কয়ার হাসপাতালে যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, বোয়ালমারী পৌর মেয়র মো. মোজাফফর হোসেন (বাবলু), টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান ও দৈনিক আজকালের সম্পাদক প্রনব সাহা।
এর আগে আরিফুর রহমানকে দেখতে গিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিব-ই-মিল্লাত, আওয়ামী লীগ নেতা আমিন আহমেদ ও শফি আহমেদ প্রমুখ।
গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তার বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তার অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সকলের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ঢাকাটাইমস পরিবারও সম্পাদক আরিফুর রহমানের জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এমএম)