নিরপেক্ষ নয়, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫০:০১
ঢাকা: নিরপেক্ষ নয়, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে একাংশ) দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, নিরপেক্ষ শব্দটি নিয়ে সবার ভাবা উচিত, কারণ আমরা যেমন মুক্তিযোদ্ধা ও রাজাকারকে এক পাল্লায় মাপতে পারি না
তেমনিভাবে জঙ্গিবাদী নেত্রী ও গণতন্ত্রের নেত্রীকেও একপাল্লায় মাপতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কোনো না কোনো পক্ষেই থাকতে।
তথ্য আইন থাকার পরও গণমাধ্যমকর্মীরা তা কাজে লাগাতে পারছেন না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তথ্যকে শক্তি উল্লেখ করে সমাজ যাতে উপকৃত হয় তা অর্জন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হাসানুল হক ইনু।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/জেবি)