নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন সামিয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫২:২৬
ঢাকা: বসুন্ধরা গ্রুপের নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান।
আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যোগ দিয়েছেন।
সামিয়া রহমান টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির সূচনালগ্ন থেকে তিনি সফলভাবে কাজ করেন। পরবর্তী সময়ে এনটিভিতে কাজ করেন। নিউজ টুয়েন্টিফোরে যোগ দেয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্রোগ্রাম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/জেবি)