logo ১৪ মে ২০২৫
জনকল্যাণে একনিষ্ঠ আরিফুর রহমান: এলাকাবাসীর দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩০:১৮
image



ফরিদপুর: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।






শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গায় তাঁর নিজ গ্রাম কামারগ্রামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠে আয়োজিত মাহফিলে বক্তারা আরিফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।






অনুষ্ঠানে উপস্থিত আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘আরিফুর রহমান দোলন ভাইয়ের মতো লোক আলফাডাঙ্গায় দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তিনি মানুষের সেবায় যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’






গত ২০ জানুয়ারি ঢাকা থেকে ফরিদপুরে আলফাডাঙ্গায় নিজ গ্রামে যাওয়ার পথে ফরিদপুর সদরের বদরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন সম্পাদক আরিফুর রহমান। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।






দোয়া মাহফিলে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন বলেন, ‘আরিফুর রহমান দোলন শুধু কামারগ্রামের কৃতি সন্তান নন, তিনি গোটা আলফাডাঙ্গা তথা ফরিদপুরের গর্ব। এলাকার অসহায়, দুস্থ্য মানুষের শিক্ষা ও চিকিৎসার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে খালি হাতে ফিরে আসে না।’ তিনি বলেন, ‘এলাকার রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজে নিয়মিত আর্থিক সহায়তা করে যাচ্ছেন। আলফাডাঙ্গায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টিটিসি) নির্মাণ হতে যাচ্ছে। এর পেছনেও তাঁর অবদান রয়েছে। এছাড়া আলফাডাঙ্গা একটি স্টেডিয়াম নির্মাণের জন্য তিনি সরকারের বিভিন্ন মহলে চেষ্টা করে যাচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করছি।’






আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, ‘দোলন আমাদের সন্তানতুল্য। এত কম বয়সে অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন তা বলা বাহুল্য।’ তিনি বলেন, ‘যে দুর্ঘটনার হাত থেকে দোলন ফিরে এসেছে তা একমাত্র আল্লাহর অশেষ রহমত, মানুষের ভালবাসা ও দোয়ার কারণে সম্ভব হয়েছে। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন এই দোয়া করছি।’






আলফাডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘আজকে যে মানুষটিকে ঘিরে আমরা এখানে দোয়ার আয়োজন করেছি তাঁর জনপ্রিয়তা নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই। উপস্থিত হাজার হাজার মানুষই এর প্রমাণ করে।’






বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন বাবলু বলেন, ‘দোলন ভাই বয়সে নবীন হলেও কাজকর্মে অনেক প্রবীণকে তিনি ছাড়িয়ে গেছেন। তাঁর মেধা ও দক্ষতার প্রশংসা শুধু ফরিদপুরে নয়, তাঁর কর্মপরিধির মধ্যে সবাই তাঁকে অনেক সম্মান করেন, ভালবাসেন। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি দোলন ভাইকে মারাত্মক দুর্ঘটনা থেকেও প্রাণে ফিরিয়ে এনেছেন।’






বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল বলেন, ‘একজন সৎ ও যোগ্য মানুষের মধ্যে যত ধরনের গুণ থাকা দরকার দোলন ভাইয়ের মধ্যে সব আছে। তিনি যেন সুস্থ হয়ে আবারো মানুষের সেবায় কাজ করতে পারেন, আসুন সবাই সেই দোয়া করি।’






ঢাকাটাইমস সম্পাদকের বাবা ও কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান বলেন, ‘দোলন শুধু আমার একার সন্তান নয়, ও সবার সন্তান। ওর দুর্ঘটনার পর যার সঙ্গেই দেখা হয়েছে সেই কেঁদেছেন। ওর জন্য মানুষের ভালবাসা দেখলে বাবা হিসেবে আমার গর্ব হয়।’ তিনি বলেন, ‘গরীব, দুঃখী মানুষের অন্তঃপ্রাণ দোলনের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সাহায্য-সহযোগিতা ছাড়া কেউ ফিরে যায় না। আল্লাহ তাকে ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করার তৌফিক দান করুক।’






কামারগ্রামের প্রবীণ ব্যক্তিত্ব হাবিবুর রহমান বলেন, ‘কামারগ্রামের ত্রাতা ছিলেন কাঞ্চন মুন্সী। তিনি এই কামারগ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তার একক অবদান। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর সুযোগ্য উত্তরসুরী আরিফুর রহমান দোলন। তাঁর প্রপিতামহ কাঞ্চন মুন্সীর মধ্যে যে গুণ মানুষ দেখেছে আজ দোলনের মধ্যে সেই গুণ ও আচরণ আমরা দেখতে পাই।’






আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল করিম বলেন, ‘দোলন ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই কামনা করছি।’






বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে দোলন ভাইয়ের মতো একজন বন্ধুত্বপূর্ণ, সহযোগী মনোভাবাপন্ন মানুষ দ্বিতীয়টি পাইনি। আলফাডাঙ্গাবাসীর সেবা ও কল্যাণের জন্য সমাজে তাঁর মতো মানুষের অনেক প্রয়োজন।’






মাহফিলে আলোচনায় আরও অংশ নেন ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, কেরাণীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার ফজলার রহমান, প্রশিকার নির্বাহী পরিচালক শেখ শহিদুল ইসলাম, তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইনামুল হাসান প্রমুখ।






দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। এছাড়া কামারগ্রাম কাঞ্চন একাডেমী জামে মসজিদের ইমাম মাওলানা ওহিদুল ইসলাম, কামারগ্রাম মুন্সীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, গোপালপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, চন্দ্রা নুরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম আলোচনায় অংশ নেন।






ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের প্রধান প্রতিবেদক হাবিবুল্লাহ ফাহাদের উপস্থাপনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কুদ্দুস খান, সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জুয়েল, আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ এনায়েত হোসেন, কামারুজ্জামান কদরসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও বিশিষ্টজনরা।






আরিফুর রহমান কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কামারগ্রাম কাঞ্চন একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।






গত ৩১ জানুয়ারি মুন্সীগঞ্জের মেঘনা নদীতে লঞ্চডুবিতে নিখোঁজ রয়েছেন কামারগ্রামের সন্তান বরকত হোসেন। মাহফিলে তার জন্যও দোয়া করা হয়।






এদিকে আজ বাদ জুমায় ঢাকার ইস্কাটন গার্ডেনের সবজি বাগান জামে মসজিদে আরিফুর রহমানের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় পরিবার এই দোয়া মাহফিলের আয়োজন করে।






(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এইচএফ/জেডএ)