logo ০৪ মে ২০২৫
গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ দরকার: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৮:২৫
image



ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, গণমাধ্যমে সেলফ সেন্সরশিপকে কাজে লাগাতে হবে। বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।






আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।






রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমকে কাজ করতে হবে। সব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।






গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মনে রাখতে হবে, স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা বা যথেচ্ছাচার নয়। একজনের স্বাধীনতার জন্য অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কেউ কাউকে দেয়নি। তাই দায়িত্ব পালনকালে আপনাদেরকে সচেতন হতে হবে।






তিনি বলেন, সংবাদপত্রে সরকার, এমনকি রাষ্ট্রপতির সমালোচনা করতেও বাধা নেই। কিন্তু তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতিগঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






রাষ্ট্রপতি বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন অশুভ কিছু করতে না পারে সেদিকেও ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে।






(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেবি)