জুনে সংসদে উঠছে সম্প্রচার আইন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৮:১০

ঢাকা: আগামী জুন মাসে জাতীয় সম্প্রচার আইন সংসদে উঠানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামী দুই সপ্তাহের মধ্যে আইনটির খসড়া হাতে আসবে বলেও জানান মন্ত্রী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স মন্ত্রীর দপ্তরে সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি খসড়া আইন তৈরি করেছে, আমাদের হাতে আসেনি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়া আমাদের হাতে আসবে, এলে উন্মুক্ত করে দেব এবং অংশীজনের মতামত চাইবো, পরবর্তী সময়ে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি বিচ্যুতি দেখে অন্তর্ভুক্ত করে সম্প্রচার আইন এবং কমিশনের কাঠামো তৈরি করবো। এরপর মন্ত্রিসভা এবং সংসদে যাবে।
সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠনে জাতিসংঘ সহযোগিতা করতে চায় বলেও জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ভূমিকম্প এবং জঙ্গিবাদ সম্পর্কে সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে আগামী মাসের শেষের দিকে একটি কনভেনশন করা হবে। এতে সারাদেশের সংবাদকর্মীরা অংশ নেবেন।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এইচআর/জেবি)