logo ২৩ এপ্রিল ২০২৫
নবম ওয়েজবোর্ড গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৫:২৫
image



ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশ) নির্বাহী কমিটির প্রথম সভায় বেকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং বেতন বৈষম্য নিরসনে নবম ওয়েজবোর্ড গঠনে জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের মর্যাদার বিষয়েও সরকারের সুস্পষ্ট ঘোষণার দাবি জানিয়ে আরও বলা হয়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিই সংবাদপত্র শিল্পসহ গণমাধ্যমে বিরাজমান সংকট নিরসনে সক্ষম।






শনিবার অনুষ্ঠিত বিএফইউজে নির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি গোলাম মহিউদ্দিন খান।






সভায় বক্তব্য দেন মহাসচিব সৈয়দ মেসবাহ উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান, সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।






সভায় সংবাদপত্র, সংস্থা ও গণমাধ্যমে সর্বব্যাপী বেকারত্ব নিম্ন বেতন ও বেতনের অনিয়ম এবং বৈষম্যে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।






সভায় সাংবাদিক হত্যা ও নির্যাতনে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে সাংবাদিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।






(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/জেবি)