ঢাকাটাইমস সম্পাদকের আরোগ্য কামনায় বোয়ালমারী প্রেসক্লাবে দোয়া
বোয়ালমারী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪২:২০
বোয়ালমারী (ফরিদপুর) : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বোয়ালমারী প্রেসক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধরীর সভাপতিত্বে দেয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান, পৌর-মেয়র মো. মোজাফফর হোসেন (বাবলু), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, ডা. স্বজল উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ডা. স্বজল, ডা. নুরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া-মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত হোসেন।
উল্লেখ্য, গত ২০জানুয়ারি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কৈজুড়ীর ইউনিয়নের বদরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনিসহ ৬জন গুরুতর আহত হয়।
(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)