logo ২৩ এপ্রিল ২০২৫
খান জাহানের মাজারে ঢাকাটাইমস সম্পাদকের জন্য দোয়া
বোয়ালমারী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০৯:০২:৫১
image



বোয়ালমারী (ফরিদপুর) : অনলাইন ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলন দ্রুত সুস্থতা কামনায় হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।






শনিবার রাতে এই দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।






ফরিদপুরের বোয়ালমারী ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সুন্দরবনে বার্ষিক শিক্ষাসফরে যান। ওই দিনই সুন্দরবন থেকে ফিরে বাগেরহাটে খান জাহান আলী (র.) মাজার প্রাঙ্গণে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আরিফুর রহমান দোলনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।






এ সময় আরিফুর রহমান দোলনের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- সাপ্তাহিক এই সময়ের নিয়মিত পাঠক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম মিয়া, সহকারী অধ্যপক (আরবি) এসকেনদার আলী, সহকারী অধ্যপক (ইংরেজি) মাসুম বিন জামান, সিনিয়র শিক্ষক মো. আসাদ্দুজামান, সিনিয়র শিক্ষক মো. রায়হানুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও ঢাকাটাইমস এবং সাপ্তাহিক এই সময়ের আঞ্চলিক প্রতিনিধি এরশাদ সাগর।






আলোচনা শেষে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যপক মাওলানা আব্দুল জব্বার।






(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)