logo ২৩ এপ্রিল ২০২৫
বন্ধ হচ্ছে ১২০ বছরের ‘দি ইনডিপেনডেন্ট’
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৪৫:০৭
image



ঢাকা: বন্ধ হয়ে যাচ্ছে ১২০ বছরের পুরোনো যুক্তরাজ্যের পত্রিকা ‘দি ইনডিপেনডেন্ট’।






বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারের এই সময়ে এসে বন্ধ হয়ে যাচ্ছে ইনডিপেনডেন্ট পত্রিকা। ‘ডিজিটাল ভবিষ্যতের’ কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকার কর্তৃপক্ষ।






পত্রিকাটির মালিকপক্ষ ইএসআইডি মিডিয়ার প্রধান নির্বাহী ম্যাককিন সাগান বলেন, আগামী ৩১ মার্চে প্রকাশিত হবে ইনডিপেনডেন্টের শেষ সংখ্যা। এরপর থেকে কেবল অনলাইন পাঠকদের জন্যই থাকছে পত্রিকাটি।






এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট, শিকাগো ট্রিবিউনসহ বিশ্বব্যাপী আরো বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম ছাপা পত্রিকার বদলে ‘অনলাইনমুখী ভবিষ্যৎ’ গড়ার ঘোষণা দিয়েছিল।






পত্রিকা বন্ধের কারণ হিসেবে ম্যাককিন সাগান জানান, গত তিন বছরে অনেক দ্রুতগতিতে ওয়েবসাইটের পাঠক বেড়েছে। শুধু ২০১৫ সালেই দি ইনডিপেনডেন্টের অনলাইন সংস্করণের পাঠক বেড়েছে ৩৩ দশমিক ৩ শতাংশ। আর একই সাথে ওয়েবসাইটটি লাভজনক হয়ে উঠেছে এবং চলতি অর্থবছরে অনলাইনটির আয় ছাপা পত্রিকার তুলনায় ৫০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা।






(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেএস)