logo ২২ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরে আবারো মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৫:০২
image



লক্ষ্মীপুর : ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার লক্ষ্মীপুরে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্যসংবলিত সংবাদ প্রকাশের অভিযোগে কমলনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু এ মামলা করেন।






সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়।






এ নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানহানির দুটি মামলা করা হলো।






মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইর সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করেই ডেইলি স্টারে সংবাদ পরিবেশন করা হয়। এ কারণে তৎকালীন সময় শীর্ষ রাজনীতিকদের প্রতি জনগণের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়া ওই মিথ্যা সংবাদের কারণে শেখ হাসিনাকে দীর্ঘ দিন কারাভোগসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির শিকার হতে হয়। এতে বাদী ও তাদের সংগঠনের ১০০ কোটি টাকার মানহানি ঘটেছে।






বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না জানান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট একেএম নুরুল আমিন রাজুর দায়ের করা এ মামলায় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আ.লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ ও জেলা ছাত্রলীগনেতা মাহাবুবুর রহমান রিপনকে সাক্ষী করা হয়েছে।






তিনি বলেন, বিচারিক হাকিম মনির হোসাইন মামলাটি আমলে নিয়েছেন। আশা করছি তিনি আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।






(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)