logo ২২ এপ্রিল ২০২৫
না.গঞ্জে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:২৫:৫১
image



নারায়ণগঞ্জ: ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।






মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া।






মামলার শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।






শুনানিতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল।






বাদী মামলায় উল্লেখ করেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম তার ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন যাতে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং তাকে এই সংবাদের কারণে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। সম্প্রতি তিনি স্বীকারও করেছেন যে তার প্রকাশিত সংবাদ মিথ্যা ছিল। এ কারণে বাদী ডেইলি স্টার সম্পাদকের বিচার চেয়ে আদালতের আশ্রয় নিয়েছেন।






(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এমআর)