logo ২২ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের বিরুদ্ধে বরিশালে দুই মামলা
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৮:৫৭
image



বরিশাল: মানহানির অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে বরিশালে দুটি মামলা হয়েছে।






মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আইনজীবী কাইয়ুম খান ও আরেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।






আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলা দুটির শুনানি শেষে আমলে নিয়ে আগামী ২০ ও ২৯ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে হাজির হওয়ার হতে সমন জারির নির্দেশ দিয়েছেন।






১/১১ এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই বাছাই না করে সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার। সম্প্রতি তিনি এর দায় স্বীকার করেন।






মিথ্যা ওই সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দুটি করা হয়েছে।






এর আগে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ২৬টি মামলা করা হয়।






(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এমআর)