একুশে টিভিতে যোগ দিলেন ফারহানা নিশো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২২:২২
ঢাকা: জনপ্রিয় উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা ফারহানা নিশো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে অনুষ্ঠান প্রধান হিসেবে যোগ দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি একুশে টিভিতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। গত রবিবার তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বলে নিশ্চিত করেছেন নিশো নিজেই।
ফারহানা নিশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন ও এনটিভিতে ও বৈশাখী টিভিতে কাজ করেছেন তিনি। ফারহানা নিশো সর্বশেষ যমুনা টিভিতে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন।
একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা রয়েছে ফারহানা নিশোর।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেবি)