logo ২২ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের বিরুদ্ধে চট্টগ্রামে দুই মামলা
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১৮:৫৬
image




চট্টগ্রাম: ডেইলি স্টার স¤পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে চট্টগ্রামেও দুটি মামলা হয়েছে।



বুধবার দুপুরে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দুটি করেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।



চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে মানহানির মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। আর রাষ্ট্রদ্রোহের মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।



(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/আইকে/এমআর)