দুই পদে জনবল নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৯:৫৬
ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি পদে জনবল নেবে। এয়ারপোর্ট সার্ভিসে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ এবং মার্কেটিং ও সেলস বিভাগে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ পদে মোট আটজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ—এয়ারপোর্ট সার্ভিস
পদটিতে নিয়োগ দেয়া হবে চারজন। বয়স ২৪ থেকে ২৮ বছর এবং বিবিএ, এমবিএ বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের শূন্য থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের পর নিয়োগ দেয়া হতে পারে বাংলাদেশের যেকোনো জেলায়।
এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ—মার্কেটিং ও সেলস
পদটিতে নিয়োগ পাবেন চারজন। বয়স ২৫ থেকে ৩০ বছর এবং বিবিএ, এমবিএ বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শূন্য থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের পর নিয়োগ দেয়া হতে পারে বাংলাদেশের যেকোনো জেলায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ৫ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত পদগুলোতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/জেবি)