জনবল নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিশাখা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২১:২৫

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রশাসন-১ অধিশাখা’য় চারটি পদে নয়জনকে নিয়োগ দেয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন শুধু মুক্তিযোদ্ধা কোটাপ্রাপ্ত প্রার্থীরা। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
স্নাতক বা সমমান ডিগ্রিধারী এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন তিনটি পদে। ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেয়া হবে ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
একটি পদে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেয়া হবে নয় হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
অফিস সহায়ক
পাঁচটি শূন্য পদে নিয়োগ পাবেন মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা। ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেয়া হবে আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা স্বশরীরে বা বাংলাদেশ সচিবালয়ের এক নং গেটে রক্ষিত বাক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করা যাবে ১০ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ১৮ ফেব্রুয়ারি-২০১৬ তারিখের দৈনিক যুগান্তর (পৃষ্ঠা-১৬) দেখা যেতে পারে।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি)