সাত পদে জনবল নেবে সুন্দরবন কুরিয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৮:২৪

ঢাকা: সাতটি পদে মোট ৩৩০ জন লোক নিয়োগ দেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড। প্রতিষ্ঠানটিতে পার্সেলম্যান, ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান, হেভি ড্রাইভার, লোকাল ড্রাইভার, হেলপার (হেভি/লোকাল) ও লোডার পদে ৫০ জন করে এবং সিকিউরিটি গার্ড পদে ৩০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পার্সেলম্যান ও ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা এইচএসসি পাস। পার্সেলম্যান পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সিকিউরিটি গার্ড, হেভি ড্রাইভার, লোকাল ড্রাইভার, হেলপার (হেভি/লোকাল) এবং লোকাল পদের প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। সিকিউরিটি গার্ড ও লোডার পদের প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী হতে হবে। সিকিউরিটি গার্ড পদে সামরিক/আধা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। হেভি ড্রাইভার পদের প্রার্থীদের হেভি গাড়ির বৈধ লাইসেন্সধারী এবং আন্তজেলা রুট পর্যায়ে ন্যূনতম ৫ বছরের কাভার্ড ভ্যান (টাটা ১৩১৩, ১৬১৩, ১৬১৫ ইত্যাদি) চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লোকাল ড্রাইভার পদের প্রার্থীদের হালকা গাড়ির বৈধ লাইসেন্সধারী এবং ন্যূনতম ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর হেলপার (হেভি/লোকাল) পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পার্সেলম্যান, ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান, লোকাল ড্রাইভার ও হেলপার (হেভি/লোকাল) পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। আর সিকিউরিটি গার্ড, হেভি ড্রাইভার ও লোডার পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। উভয় পদের প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, ড্রাইভিং লাইসেন্স (ড্রাইভার পদের ক্ষেত্রে), অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সশরীরে অথবা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড (নর্থ জোন), ১১৫/১২৬, তুরাগ থানা রোড, ধউর চৌরাস্তা-সংলগ্ন, ঢাকা ১২৩০ এই ঠিকানায় পাঠাতে হবে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)