logo ২১ এপ্রিল ২০২৫
বিভিন্ন পদে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৩:২৫
image



ঢাকা: দেশের অন্যতম বৃহৎ গতিশীল শিল্প প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড-এর তামাক ক্রয়, প্রেসেসিং ও রপ্তানি কেন্দ্র, মস্থনা, রংপুর-এর জন্য নিম্ন বর্ণিত পদে কর্মঠ, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগ করা হবে।






ব্যবস্থাপক-উৎপাদন: স্নাতকোত্তর পাস। বাণিজ্য বিভাগ থেকে পাসকৃতদেরকে অগ্রাধিকার দেয়া হবে। বাজেট প্রণয়ন ও পর্যবেক্ষণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, খরচ পর্যবেক্ষণসহ শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। জিএলটি, পিএমডি ও আরডিপি পরিচালনায় কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।






উৎপাদন কর্মকর্তা: স্নাতক পাস। কৃষি বিজ্ঞানে স্নাতক পাশ অগ্রাধিকার। তামাক প্রক্রিয়াজাত ও উৎপাদন সংক্রান্ত কাজ কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






হিসাবরক্ষণ কর্মকর্তা: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস। শিল্প প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ থেকে ৩৮ বছর।






হিসাবরক্ষক: হিসাব বিজ্ঞানে স্নাতক পাস। হিসাব সংক্রান্ত কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






অডিট অফিসার: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস ও সি.এ (সিসি) সম্পন্ন। হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ থেকে ৪০ বছর।






গোডাউন অফিসার: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস। স্টোর ও গোডাউনের হিসাব সংক্রান্ত কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ থেকে ৪০ বছর।






পারচেজ অফিসার-লীফ: স্নাতকোত্তর পাস। কৃষি বিজ্ঞানে স্নাতক পাশ অগ্রাধিকার। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তামাক সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৩২ থেকে ৩৮ বছর।






উৎপাদন সুপারভাইজার: স্নাতক পাস। তামাক প্রক্রিয়াজাত ও উৎপাদন সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






মেইনটেনেন্স সুপারভাইজার: ডিপ্লোমা (মেকানিক্যাল অগ্রাধিকার) পাশ। তামাক প্রক্রিয়াজাত ও উৎপাদন সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






কর্মার্শিয়াল অফিসার: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ থেকে ৪০ বছর।






সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): মেকানিক্যাল ডিপ্লোমা পাস। মেশিনারিজ যন্ত্রাংশ নিরীক্ষ ও ক্রয় সংক্রান্ত কাজে কপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ থেকে ৪০ বছর।






ফোরম্যান কাম অপারেটর (থ্রেসিং লাইন): এস.এস.সি পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন ৩০ বছর।






অপারেটর টেকনিশিয়ান (কন্ডিশনিং সিলিন্ডার): এস.এস.সি পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন ২৮ বছর।






সহকারী স্টোর কিপার: এইচ.এস.সি পাস। স্টোর ও গোডাউন সংক্রন্ত কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৬ থেকে ৩২ বছর।






সহকারী কেমিস্ট: রসায়নে স্নাতকোত্তর পাস। তামাকের মান নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






ল্যাব এটেনডেন্ট: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর।






বেলেন্ডার (মিক্সার ম্যান): এস.এস.সি পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন ২৮ বছর।






নিরাপত্তা প্রহরী: এস.এস.সি পাস। উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি। ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৮ থেকে ৪০ বছর।






বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রভিডেন্ট ফান্ড গ্রাচ্যুয়িটি সুবিধা রয়েছে






আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সহ আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখের মধ্যে এইচ.আর.এন্ড এডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড, আকিজ চেম্বার (৬ষ্ঠ তলা), ৭৩ দিলকুশা বা/, ঢাকা-১০০০ বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আবেদন পত্রের খামের উপর পদের নাম লিখতে হবে।






(সূত্র: প্রথম আলো, প্রকাশের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৬)






(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ/জেবি)