logo ২১ এপ্রিল ২০২৫
১৬১ জনকে চাকরি দেবে খুলনা শিপইয়ার্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০১:৫৯
image



ঢাকা: বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড বিভিন্ন পদে ১৬১ জনকে চুক্তি ও  অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



পদগুলোর মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক বা মেরিন) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল বা ইআরএ) পদে একজন, সিনিয়র সুপারভাইজার (প্লেটার শপ) পদে চারজন, সিনিয়র সুপারভাইজার (বিদ্যুৎ শাখা) পদে দুজন, সিনিয়র সুপারভাইজার (যান্ত্রিক শাখা) পদে একজন, সহকারী ভাণ্ডার কর্মকর্তা পদে একজন, নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, পিয়ন পদে একজন, নিরাপত্তা অ্যাটেনডেন্ট (মহিলা) পদে দুজন, দৈনিক মজুর পদে চারজন, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি ও হেলপার পদে ১৫ জন,  ওয়েল্ডার ও শিপ বিল্ডিং ফিটার পদে ৪২ জন, মিল রাইট ফিটার, অটো মেকানিক ও অটো ইলেকট্রিক পাম্প ফিটার পদে নয়জন, পাইপ ফিটার ও মেরিন ফিটার পদে ৫০ জন ও  ইলেকট্রিশিয়ান পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে।



পদগুলোতে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা। 



সহকারী প্রকৌশলী (সিভিল) থেকে নিরাপত্তা অ্যাটেনডেন্ট (মহিলা) পদে আবেদন করা যাবে ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপিয়ার্ড লিমিটেড’ ঠিকানায় ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত। অন্যান্য পদগুলোতে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য আবেদনপত্রসহ ১৫ ও ১৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে নির্ধারিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। 






(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/জেবি)