logo ২১ এপ্রিল ২০২৫
বাংলাদেশ ব্যাংকে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০০:৫৫
image



ঢাকা: বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে ‘কিউরেটর’ পদে জনবল নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক এ পদের মেয়াদ দুই বছর। তবে আলোচনা সাপেক্ষে মেয়াদ বাড়তেও পারে।






যোগ্যতা






ইতিহাস, প্রত্নতত্ত্ব অথবা মিউজিওলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।






অভিজ্ঞতা






এ ছাড়া প্রার্থীদের কোনো বিশ্ববিদ্যালয় বা জাদুঘরে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক জার্নালে চারটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।






বেতন






চুক্তিভিত্তিতে সাধারণভাবে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে মাসিক এক লাখ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে আলোচনা সাপেক্ষে চাকরির মেয়াদ বাড়ানো যেতে পারে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ই-মেইল ([email protected])  ঠিকানায়।






পদটিতে আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।






বিস্তারিত তথ্যের জন্য ৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখের দৈনিক ইত্তেফাক দেখা যেতে পারে।






(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/জেবি)