logo ০৩ মে ২০২৫
বার্জারে ৫৫ হাজার টাকা বেতনের চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০২:৫৬
image



ঢাকা: বার্জার পেইন্টস বাংলাদেশ টেরিটোরি ম্যানেজার পদে জনবল নেবে। সম্প্রতি উচ্চ বেতনের এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।






যোগ্যতা






পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে।






বেতন কর্মস্থল






টেরিটোরি ম্যানেজার পদে বেতন দেয়া হবে ৫৫ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হতে পারে।






আবেদন প্রক্রিয়া






পদটিতে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে ২১ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।






(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি)