logo ২২ এপ্রিল ২০২৫
কে হচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৬ ২১:৫৫:৫৪
image



ঢাকা: কৃষিসচিব অবসরে যাওয়ার পর এই মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যে দুজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে তারা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন।






সরকারের নীতিনির্ধারণী একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য জানান।






এদিকে কৃষিসচিবের পদ শূন্য হওয়ার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম সেখানে রুটিন দায়িত্ব পালন করছেন। তার নামও শোনা যাচ্ছে।






জনপ্রশাসন সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান বর্তমান সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবে নির্বাচনে (২০১৬-২০১৭) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। এসব বিবেচনা করে তাকে কৃষি মন্ত্রণালয়ের সচিব করার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।






অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন আগামী অক্টোবর মাসে অবসরে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এসব বিবেচনা করে সরকার তাকে সচিব পদে পদোন্নতি দিতে পারেন বলে কোনো কোনো কর্মকর্তা জানান।






তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না এলেও এ দুই কর্মকর্তার নাম সম্ভাব্য তালিকার শীর্ষে।






অবসরে যাওয়ার এক দিন আগে গত সোমবার আনোয়ার ফারুককে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব করা হয়। ১ মার্চ তিনি অবসরে গেছেন। এর দুই সপ্তাহ আগে গত ১৬ ফেব্রুয়ারি তাকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।  






অবসরে যাওয়া এই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে না বলে মন্ত্রণালয় সূত্র জানায়।






(ঢাকাটাইমস/২মার্চ/এইচআর/মোআ)